পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান - পর্বসংখ্যা-১০২
দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য- নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘দশম অধ্যায় : আমাদের জীবনের তথ্য’ থেকে ৩টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি কিভাবে কাজে লাগে?
উত্তর : শিক্ষা ক্ষেত্রে যেসব তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে সে সবের মধ্যে কম্পিউটার, রেডিও, টেলিভিশন ইত্যাদি অন্যতম। নি¤েœ শিক্ষা ক্ষেত্রে এসব তথ্যপ্রযুক্তির প্রভাব বিস্তারিত আলোচনা করা হলো-
ক. টেলিভিশন : টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ধরনের শিক্ষাবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করতে পারে।
খ. কম্পিউটার : আধুনিক সভ্যতার অন্যতম এক আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় টাইপ করে সংরক্ষণ করতে পারে।
গ. প্রজেক্টর : এর সাহায্যে বিভিন্ন দেশের ভালো শিক্ষকদের লেকচার ছাত্রছাত্রীদের দেখানো হচ্ছে।
ঘ. রেডিও : রেডিওর মাধ্যমে শহর এবং গ্রামাঞ্চলে শিক্ষাবিষয়ক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে।
ঙ. ইন্টারনেট : ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে প্রয়োজনীয় বই ও তথ্য সংগ্রহ করতে পারে।
প্রশ্ন : তথ্য সংরক্ষণের পাঁচটি উপায় লিখ।
উত্তর : কোনো বিষয় সম্পর্কে খবরাখবরই হচ্ছে তথ্য। বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্যকে নানা উপায়ে সংরক্ষণ করা যায়। নিচে তা উল্লেখ করা হলো-
ক. পেনড্রাইভের মধ্যে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়।
খ. কম্পিউটারের র্যামে অস্থায়ীভাবে কিছু কিছু তথ্য সংরক্ষণ করা যায়।
গ. সিডিতে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
ঘ. কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে স্থায়ীভাবে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
ঙ. ফ্লপি ডিস্কে তথ্য সংরক্ষণ করা যায়।
প্রশ্ন : ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আবহাওয়ার তথ্য সংগ্রহ করবে?
উত্তর : আজকের পৃথিবীতে ইন্টারনেট তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের যেভাবে উপকৃত করছে তা অতুলনীয়। ইন্টারনেটের এই অবদান আবহাওয়ার ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো দেশের, যেকোনো জায়গার আবহাওয়ার খবরাখবর সংগ্রহ করা সম্ভব। কোনো নির্দিষ্ট স্থানের তাপমাত্রা, বৃষ্টিপাতের হার ইত্যাদি জানার জন্য ইন্টারনেটের সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য সংগ্রহ করা সম্ভব। তা ছাড়া, প্রাকৃতিক দুর্যোগে যেমন- বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদির আগে খবরাখবর ইন্টারনেটের তথ্য অনুযায়ী জানা সম্ভব। এসব খবর গুগলে অতি সহজে সংগ্রহ করা যায়। এসব তথ্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটে সংগ্রহ করা হয়। এভাবেই আমরা ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে পারি।